• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ...

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 দৃশ্যমান ছবিটি চলতি এসএসসি পরীক্ষা কেন্দ্রের আশপাশের। এসএসসি পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের নিরাপদ স্থানে বসার জন্যে এ ব্যবস্থা। যেখানে ছাউনির মতো প্যান্ডেল করে দেয়া হয়েছে। রয়েছে চেয়ারের ব্যবস্থাও। অভিভাবকরা যাতে স্বস্তিতে বসে পরীক্ষার সময়টুকু পার করতে পারেন সেজন্যে এ ব্যবস্থা করে দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তাঁর সৌজন্যে চাঁদপুর শহরসহ আশপাশে গ্রামাঞ্চলে ছয়টি পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি স্থানে এ ব্যবস্থা করা হয়। অভিভাবকদেরও দেখা গেছে, তাদের সন্তানরা পরীক্ষার হলে ঢুকার পর এ ছাউনিতে এসে বসে থাকেন পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। বিগতদিনে কখনো এ ধরনের মহতি উদ্যোগ বা ব্যবস্থা দেখা যায়নি। অভিভাবকরা শিক্ষামন্ত্রীর প্রশংসনীয় এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করে তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে নিরাপদ স্থানে তৈরি ছাউনিতে অভিভাবকদের বসে থাকতে দেখা যায়। 

সর্বাধিক পঠিত