• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

মুজিববর্ষে সরকার সর্বস্তরের শিক্ষার মান উন্নয়ন করবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ০৮ মার্চ ২০২০, ০৯:৫৭ | আপডেট : ০৮ মার্চ ২০২০, ১০:০৭
চাঁদপুর রিপোর্টার।।
প্রিন্ট

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আমি বিশ্বাস করি মুজিববর্ষে আমরা অঙ্গীকার করবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছেন সর্বস্তরে শিক্ষার মান উন্নয়ন করা। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামগত অনেক উন্নয়ন হয়েছে। এখন আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার মানুষ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গত ১০ বছরে শিক্ষার অনেক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ভিত্তির উপর দাঁড়িয়ে শিক্ষার মান আরো উন্নয়ন করার জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আমরা আগামীর উন্নয়ন ও পথ চলায় সকলকে একত্রে চাই। 

কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহা পরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক, সাবেক অধ্যক্ষ ড. এ.এসএম দেলওয়ার হোসেন। পরে মন্ত্রী কলেজের বিএনসিসির সালাম গ্রহন করেন এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলালসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এর আগে মন্ত্রী চাঁদপুর শহরের পুরাণ বাজার ডিগ্রি কলেজ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।