• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শীতে মানুষের দুর্ভোগ

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২১, ০৯:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে কনকনে ঠাণ্ডায় মানুষের দুর্ভোগ বেড়েছে। গতকাল শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। মতলব আইসিডিডিআরবি হাসপাতালে গত দুই সপ্তাহে ৪ হাজার শিশু রোগী ভর্তি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালেও শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রোগী ভর্তি বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এছাড়া তীব্র শীতে বিপাকে পড়েছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। গরম কাপড় না থাকায় কাজে বের হতে পারছে না অনেকে। সবচেয়ে বিপাকে পড়েছে জেলার চর সমূহের মানুষ।

আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিলো, মধ্য জানুয়ারিতে শৈত্যপ্রবাহের সাথে কনকনে শীত পড়বে। এখন তা-ই দেখা যাচ্ছে। সকালে এবং সন্ধ্যায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে বলে ভুক্তভোগীরা জানায়। জেলা প্রশাসন, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অসহায়-দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।

চাঁদপুর রেলওয়ে কোর্টস্টেশনে থাকা ক'জন ছিন্নমূল নারী-পুরুষ জানায়, 'ঠা-ায় হাত-পা ধরে যায়। কাজকর্ম করতে না পারছি না।' রেললাইনের পাশে কাগজ জ্বালিয়ে শীতকষ্ট নিবারণের চেষ্টা করছে মানসিক প্রতিবন্ধীসহ আরো দু শিশু। গতকাল শুক্রবার সন্ধ্যায় আগুন পোহানোর ছবিটা তোলা হয়েছে।

সর্বাধিক পঠিত