• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ক্যাম্পাসটা ছিমছাম, নিরিবিলি

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০২১, ১১:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

করোনাভাইরাস। চীনের উহান হতে শুরু করে তা ছড়িয়ে পড়েছে প্রায় বিশ্বের সব দেশে। বাংলাদেশেও আক্রান্তের সাথে মৃত্যু হচ্ছে। সরকার এই অবস্থায় স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী পুরোপুরি প্রস্তুত জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজ। বুধবার কিছু সময়ের জন্যে সরজমিনে গিয়ে দেখা যায়, ক্যাম্পাসটা ছিমছাম, নিরিবিলি এবং মনোরম পরিবেশ। ক্লাস হচ্ছে না, তবে জরুরি প্রয়োজনে কিছু শিক্ষার্থী স্বাস্থ্যবিধি অনুযায়ী কলেজে আসায় কিছুটা হৈহুল্লোড় শোনা যায়। তাদের দল বেঁধে আড্ডা চোখে পড়ে এখানে-সেখানে।

অধ্যক্ষ অসিত বরণ দাশ জানালেন, প্রায় দশ মাস ক্লাস হয়নি, স্টুডেন্ট আসেনি। তবে কলেজ কার্যক্রম বন্ধ ছিল না। ক্লাসরুমগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ অন্য কাজগুলো নিয়মিত হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের গাইড লাইন অনুযায়ী পুরোপুরি প্রস্তুত আমাদের এই কলেজটি। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং মুখে শতভাগ মাস্ক পরিধান বাধ্যতামূলক। এ ব্যাপারে আমাদের তীক্ষ্ন নজরদারি রয়েছে। কলেজ ক্যাম্পাসের মনোরম এই দৃশ্যটি গতকাল ২৭ জানুয়ারি দুপুরে তোলা।