• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ:  ১১ মে ২০২১, ১১:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ২য় ঢেউ মোকাবিলায় সরকারের বিধিনিষেধ অমান্য করে চাঁদপুর শহরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৬ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা অর্থদ- প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার (৯ মে) রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত শহরের রেলওয়ে হকার্স মার্কেট, সেবা সিটি সেন্টার, হাকিম প্লাজা, পূরবী মার্কেট, জোড়পুকুর পাড় এলাকার মীর শপিং সেন্টার, কালীবাড়ি এলাকার মদিনা মার্কেট, মিয়া ম্যানশন, পালবাজার এলাকার পৌর মার্কেটসহ বিভিন্ন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মোঃ মেহেদী হাসান মানিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উজ্জ্বল হোসাইন।


এ সময় চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ, ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, ওসি (অপারেশন) সানোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 


অর্থদ-প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো : হকার্স মার্কেটের এমআর ফ্যাশনের মামুনকে ২ হাজার টাকা, অহনা সুজের মজিবুর রহমানকে ১ হাজার টাকা, কালীবাড়ি এলাকার টপ কালেকশনকে ৩ হাজার টাকা, কালীবাড়ি মিয়া ম্যানসনের ওয়াকার ফুট ওয়্যারকে ১ হাজার টাকা, পালবাজার এলাকার পৌর মার্কেটের আইমুন ফ্যাশন এন্ড গার্মেন্টস্কে ২ হাজার টাকা এবং স্মার্ট কালেকশনকে ২ হাজার টাকা।

 


চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের সভাপতি আনোয়ার হোসেন জানান, সরকারি নির্দেশ আমরা সবসময় মেনে চলি। রাত ৮টার পর দোকান বন্ধ করে ফেলার জন্যে আমরা মার্কেটে মাইকিং করেছি। তারপরও যদি কেউ কথা না শুনে তাহলে সারাদিনের উপার্জিত অর্থ তাদের জরিমানা দিতে হবে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, মানুষের মধ্যে এখনো সচেতনতা সৃষ্টি হয়নি। রাত ৮টার পর দোকান বন্ধ রাখতে পুলিশের ১০টি টিম বিভক্ত হয়ে শহরের বিভিন্ন মার্কেটে কাজ করেছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মোঃ মেহেদী হাসান মানিক জানান, সরকারি নির্দেশ অমান্য করায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। রাত ৮টার পর দোকান খোলা রাখা যাবে না। চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে