• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

জিলানী চিশতী কলেজে প্রস্তুতিমূলক সভা

প্রকাশ:  ০৯ জুন ২০২১, ১১:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদীর আগামী ২০ জুন ৪৬তম এবং জিলানী চিশতী উবির প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান অ্যাডঃ মরহুম তাহের হোসেন রুশদীর আগামী ৪ জুলাই ৩য় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ জুন (সোমবার) বেলা ১১টায় জিলানী চিশতী কলেজের সভাকক্ষে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপ্রধানে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেনের পরিচালনায় সভায় বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী।
সভায় স্বাস্থ্যবিধি মেনে মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদীর আগামী ২০ জুন ৪৬তম ও অ্যাডভোকেট মরহুম তাহের হোসেন রুশদীর আগামী ৪ জুলাই ৩য় মৃত্যুবার্ষিকী পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচির মধ্যে রয়েছে স্ব স্ব দিবসে কোরআন খতম, মরহুমের কবর জিয়ারত, কলেজ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া  এবং  দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ। উল্লেখিত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও  পরিবারের সদস্যবৃন্দ অংশগ্রহণ করার অনুরোধ থাকবে ।
এ সময় প্রস্তুতিমূলক সভায় অংশ নেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, ইউপি মেম্বার সফিক কারী, মহিলা মেম্বার ফিরোজা বেগম, কলেজের ইংরেজি প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারী শিক্ষক ইংরেজি মোঃ ফজলুল করিম, সহকারী শিক্ষক গণিত মোঃ সাইফুল ইসলাম, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী লাইব্রেরীয়ান মোঃ রবিউল আউয়াল খান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ রানা সরকার প্রমুখ।

সর্বাধিক পঠিত