• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

মতলবে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে ইউএনও গাজী শরিফুল হাসান

প্রকাশ:  ১২ জুলাই ২০২১, ১২:৫২ | আপডেট : ১২ জুলাই ২০২১, ১২:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

করোনা মহামারি রোধে সরকারি বিধি নিষেধ(লকডাউন) বাস্তবায়নে কঠোর অবস্থানে মাঠে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব মতলব দক্ষিণ) গাজী শরিফুল হাসান।
রোববার (১১ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান লকডাউন বাস্তবায়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরে বেরিয়েছেন। এ সময় সাংবাদিকসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, করোনা রোগী ও মৃত্যুও হার বাড়ছে। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ও মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষে আমরা সর্বদা মাঠে আছি। করোনা প্রতিরোধে সবাই বিধিনিষেধ মানতে হবে। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন। প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণীর লোকদের এগিয়ে আসতে হবে। কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

সর্বাধিক পঠিত