• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ মতলব দক্ষিণের চার ইউপিতে ভোট

১১ জন চেয়ারম্যান ও ১৬৫ জন মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০২১, ১১:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব দক্ষিণ উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আজ ২৮ নভেম্বর ভোটগ্রহণ। ৪টি ইউনিয়নে ১৭৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার চারটি ইউনিয়নে আজ ৩৯টি কেন্দ্রে ৭৯৪৪৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে নায়েরগাঁও উত্তর ইউনিয়নে ৯টি কেন্দ্রে ১৬২২১, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ১০টি কেন্দ্রে ২০৮৯৩, উপাদী উত্তর ইউনিয়নে ১১টি কেন্দ্রে ২২৫৬০ ও উপাদী দক্ষিণ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ১৯৭৭৩ জন ভোটার।
৪টি ইউনিয়নের মধ্যে ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ শহীদ প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাকি ৩টি ইউনিয়নে ১১জন চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে  ১শ’ ৬৫ জন মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে ১১ জন, সংক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে ৩৭ জন এবং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ১শ’ ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউসুফ পাটোয়ারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আনিসুর রহমান।
নায়েরগাঁও উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম।
নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান আবদুস ছালাম মৃধা, স্বতন্ত্র প্রার্থী নাছির আহমেদ অরুণ, মোঃ ওমর ফারুক, মোঃ রতন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন।
ছবি-০৩
করোনায় আরও ২ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭৫ জনে।
নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জনে।
শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ১৮ জন।
গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৬২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ২৪৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী। তারা ঢাকা বিভাগে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সর্বাধিক পঠিত