• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে ড্রেজারের যন্ত্রপাতি অকেজো ও পাইপ বিনষ্ট করলো মোবাইল কোর্ট

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০২১, ১০:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিনের পাইপ স্থাপন করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও ক্ষতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ২৩ জানুয়ারি শনিবার উপজেলার ষাটনল, কলাকান্দা, মোহনপুর, এখলাছপুর, ফরাজিকান্দি ও ফতেপুর পশ্চিম ইউনিয়নস্থ বেড়িবাঁধ এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫টি স্থানের লোহার পাইপের ব্যারিকেড অপসারণ, তিনটি আনলোড ড্রেজারের যন্ত্রপাতি অকেজো করা ও ৩০ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিবা শাপলা, ওসি নাসিরউদ্দিন মৃধা, ইউএনওর সিএ আমিনুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাস বলেন, উপজেলার মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিনের পাইপ স্থাপন করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও ক্ষতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যে অধিকাংশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারি নিয়ম-নীতি, নির্দেশনাসহ সংশ্লিষ্ট সকল আইন অমান্যকারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত