• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

মতলবে বিভিন্ন প্রতিষ্ঠানে ১৭ হাজার ৪শ’ টাকা জরিমানা

প্রকাশ:  ৩০ এপ্রিল ২০২১, ১১:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার মনিটরিং করে ১৭ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে। মাস্ক না পরা, বাজারের মুদি ও তরমুজের দোকানে অতিরিক্ত মূল্য এবং ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে বাংলাদেশ দ-বিধি ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৬টি মামলায় ৬ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল ২৯ এপ্রিল মতলব বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। এ সময় সঙ্গে ছিলেন মতলব দক্ষিণ থানার এসআই মোঃ হেলাল উদ্দিন, প্রসিকিউটর স্যানিটারি ইন্সপেক্টর জিএম খোরশেদ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন,  বাজারে নকল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের লক্ষ্যে দোকানে সংরক্ষণ করায় এবং বিভিন্ন আইনে ৬টি ভিন্ন ভিন্ন মামলায় ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে ১৭ হাজার ৪শ’ টাকা অর্থদ- প্রদান করা হয় এবং ভবিষ্যতে আরও সচেতন ও সততার সাথে ব্যবসা পরিচালনা করার পরামর্শ প্রদান করা হয়।

 

 

 


 

 

 

 

 

 

সর্বাধিক পঠিত