• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

অনলাইনে চাঁসক অধ্যক্ষের সাথে শিক্ষার্থীদের সভা

প্রকাশ:  ২০ জুলাই ২০২০, ১১:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে ১৮ জুলাই শনিবার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাথে জুম অ্যাপসের মাধ্যমে এক অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটায় বিজ্ঞান শাখা, সাড়ে এগারটায় ব্যবসায় শিক্ষা এবং বেলা সাড়ে বারটায় মানবিক শাখার শিক্ষার্থীদের সাথে কলেজ অধ্যক্ষ, পাঠ উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, কাউন্সিলর শিক্ষকগণ উক্ত মিটিংয়ে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা তাদেরকে নিয়ে অনলাইনে জুম অ্যাপসের মাধ্যমে মিটিং করায়, অনলাইন ক্লাস এবং অনলাইনে গঈছ পরীক্ষা নেয়ায় অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান। শিক্ষার্থীরা অনলাইনে লিখিত পরীক্ষা নেয়া, গঈছ পরীক্ষার সময় বৃদ্ধি এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের ক্লাসের সংখ্যা বৃদ্ধির প্রস্তাব করেন।


অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং নোট করে নেন। শিক্ষার্থীদের প্রস্তাবগুলো আইসিটির টেকনিক্যাল কমিটি, পাঠ উন্নয়ন কমিটি এবং কাউন্সিলর শিক্ষকবৃন্দের সমন্বয়ে সমাধান করা হবে বলে অধ্যক্ষ আশাবাদ ব্যক্ত করেন। অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ তার বক্তব্যে অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং কোভিড-১৯ মহামারী সময়ে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম সচল রাখতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সকলের সহযোগিতা কামনা করেন। শিক্ষকদের মধ্য থেকে পাঠ উন্নয়ন কমিটির আহ্বায়ক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ওয়াহিদুজ্জামান, শিক্ষক পরিষদ সম্পাদক কিউ এম হাসান শাহরিয়ার এবং কয়েকজন কাউন্সিলর শিক্ষক বক্তব্য রাখেন। এদিকে গত ১৩ জুলাই সোমবার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের সমন্বয়ে একটি অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বেশ কয়েকজন অভিভাবক চাঁদপুর সরকারি কলেজের এই কোভিড-১৯ সময়ের কর্মকা-ে সন্তোষ প্রকাশ করেন এবং অধ্যক্ষের গতিশীল নেতৃত্বে কলেজটি আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত