• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে রূপালী ব্যাংক লিমিটেডের জোনাল অফিস উদ্বোধন

তৃণমূলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করছি : উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান

প্রকাশ:  ০৫ জুন ২০২১, ১৭:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে রূপালী ব্যাংক লিমিটেডের জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। গত ৩ জুন বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোডস্থ হাবিব উল্লাহ ম্যানশনের ৩য় তলায় ফিতা কেটে অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক, প্রধান কার্যালয়, ঢাকা ও বিভাগীয় প্রধান কুমিল্লা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মজিবুর রহমান এবং জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, রূপালী ব্যাংক চাঁদপুরের আইন উপদেষ্টা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, বাবুরহাট শাখার ব্যবস্থাপক মোঃ ইলিয়াস ভূঁইয়া, রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ চাঁদপুর অঞ্চলের সভাপতি রবিউল আলম প্রমুখ।
রূপালী ব্যাংক চাঁদপুরের উপ-মহাব্যবস্থাপক কবি রূপক কুমার রক্ষিতের সভাপতিত্বে ও নাজিরপাড়া শাখার সিনিয়র অফিসার ফাহমিদা নীগারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রূপালী ব্যাংক নতুন বাজার কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, রূপালী ব্যাংক নাজিরপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ মাশিকুর রহমান, রামপুর বাজার শাখার ব্যবস্থাপক মোঃ নূরে আলম, শাহতলী বাজার শাখার ব্যবস্থাপক নন্দিত করসহ ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীগণ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরে রূপালী ব্যাংকের ১৩টি শাখা রয়েছে। শাখাগুলো পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করার দাযয়িত্ব হলো এই জোনাল অফিসের। দুর্নীতি নয় মানুষের সেবায় এগিয়ে যাবে রূপালী ব্যাংক। আমরা তৃণমূলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করছি। অর্থনীতিতে ব্যাংকিং সেবায় উদ্যোক্তা পাবে আমাদের সাপোর্ট।