• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

করোনা শনাক্তের হার ১.৮০ শতাংশ

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০২১, ১২:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার গত ২৪ ঘণ্টায় সামান্য বাড়লেও এখনো শনাক্ত ২ শতাংশের নিচে রয়েছে। এ সময়ে সরকারি ও বেসরকারি ৮৩১টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ১৬টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন ৩৩৯ জন রোগী শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩১টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৩০০টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন ৩১৪ জন রোগী শনাক্ত হয়। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ছিল ১ দশমিক ৭৪ শতাংশ

দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর আজ সোমবার (১৮ অক্টোবর) পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত করতে ১ কোটি ১ লাখ ১৩ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জন রোগী শনাক্ত হয়।

সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে রোগীর শনাক্তের হার ১৫ দশমিক ৪৮ শতাংশ।

সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৭৮ জনে।

সর্বাধিক পঠিত