• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধুর জন্মদিনে প্রথম জন্ম নেয়া নবজাতককে প্রশাসনের উপহার

প্রকাশ:  ১৮ মার্চ ২০২১, ১২:০৮ | আপডেট : ১৮ মার্চ ২০২১, ১২:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীর দিনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রথম জন্ম নেয়া নবজাতককে জেলা প্রশাসন থেকে ফুল ও উপহার প্রদান করা হয়েছে। একই সাথে নবজাতকের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধুর শিশু বয়সের নাম 'খোকা'। গতকাল ১৭ মার্চ বুধবার সারাদেশের ন্যায় চাঁদপুরেও মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে। এদিনে আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে শহরের কোড়ালিয়া এলাকার রাসেল-পারভীন দম্পতির কোলজুড়ে আসে এক পুত্রসন্তান। হাসপাতালে এই সন্তানই এ দিবসে প্রথম জন্ম নেয়। জেলা প্রশাসনের পূর্ব ঘোষণা অনুযায়ী খবর পেয়ে হাসপাতালে চলে আসেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম কুমার বণিক। তাঁদের সাথে ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহসহ প্রশাসনের কর্মকর্তাগণ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ।

হাসপাতালে এসে প্রথমে তাঁরা নবজাতকের মার হাতে ফুল তুলে দেন। এরপর বিশেষ উপহার তুলে দেয়া হয়। এরপর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের দেয়া বঙ্গবন্ধুর ছোটবেলার নামের সাথে মিল রেখে নবজাতকের নাম রেখে দেন 'খোকা'। এই দিনটিতে নতুন অতিথিকে দেখতে আসায় প্রশাসন ও সাংবাদিকদের প্রতি ধন্যবাদ জানান রাসেল-পারভীন দম্পতি। সূত্র : দৈনিক চাঁদপুর কণ্ঠ।

সর্বাধিক পঠিত