• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের পিকনিক

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২১, ১২:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কর্মব্যস্ততা থেকে নিজেদের কিছুটা প্রশান্তি দিতে এবং প্রকৃতিতে নিজেদের অবগাহন করাতে গত ১৫ জানুয়ারি শুক্রবার চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যরা ক্লাবের বার্ষিক বনভোজন 'উৎসব-২০২১' উদযাপন করেছে। শুক্রবার দিনব্যাপী আয়োজনে মতলব উত্তরে মোহনপুর পর্যটন কেন্দ্র এবং সর্বশেষ জর্জনগর পার্ক ভ্রমণ করেন ক্লাব সদস্যরা। এই বার্ষিক বনভোজনে ক্লাব সদস্যদের পাশাপাশি কিছু সংখ্যক অতিথি এবং এক্স রোটার‌্যাক্টরও অংশগ্রহণ করেন।


শুক্রবার সকাল ৭টায় লঞ্চযোগে মোহনপুরের উদ্দেশ্যে রওনা হন ক্লাব সদস্যরা। সেখানে পৌঁছে মোহনপুরে মেঘনার পাড়ে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রে কিছুক্ষণ সময় কাটিয়ে লেগুনা করে রওনা হন ছেঙ্গারচরে অবস্থিত জর্জনগর পার্কে। মতলব উত্তরের গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই স্থানে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও ঘোরাফেরার মধ্য দিয়ে কাটান ক্লাব সদস্যসহ অন্যরা। সেখানে সকল সদস্যের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয়। চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের এই বার্ষিক ক্লাব বনভোজন 'উৎসব ২০২১' অত্যন্ত আনন্দঘন পরিবেশে সফলতার সাথে সম্পন্ন হওয়ায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি রোটার‌্যাক্টর জয় ঘোষ, সাধারণ সম্পাদক রোটার‌্যাক্টর মিঠুন চন্দ্র ত্রিপুরা এবং পিকনিক উদযাপন উপ-কমিটির আহ্বায়ক রোটার‌্যাক্টর জায়েদুর রহমান নিরব ও সামিয়া নূর।