• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বীর মুক্তিযোদ্ধা মোহনবাঁশি স্মৃতি সংসদের চিরঞ্জীব ’৭১ চিত্র প্রদর্শনী

প্রকাশ:  ০১ এপ্রিল ২০২১, ১২:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মোহনবাঁশি স্মৃতি সংসদের আয়োজনে চিরঞ্জীব ’৭১ চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ৩১ মার্চ বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী শাহাদাত। এ সময় শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অজয় ভৌমিককে সংবর্ধনা প্রদান করা হয়।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বিশিষ্ট নাট্যকার ও চিত্রশিল্পী লিটন ভূঁইয়া, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অজিত দত্ত প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অর্পিতা দত্ত ও তাবিতা ইসলাম তাইয়েবা। আলোচনা সভাশেষে চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি অজিত দত্ত, সাধারণ সম্পাদক কবির আহমেদ রিঙ্কু, সহ-সভাপতি মোঃ আলমগীর ও সদস্য শৈবাল মজুমদার।

 

সর্বাধিক পঠিত