• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের আদালত ও প্রেসক্লাব নিয়ে মিথ্যাচারে প্রেসক্লাবের নিন্দা

প্রকাশ:  ২৪ মার্চ ২০২১, ১২:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত ২১ মার্চ ২০২১ খ্রিঃ দৈনিক অনুপমা পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত ‘চাঁদপুর প্রেসক্লাবের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে প্রেসক্লাবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা’ শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, চাঁদপুর প্রেসক্লাবের বিরুদ্ধে আদালত কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করেননি। এমনকি প্রেসক্লাবের বিরুদ্ধে কেউ মামলাও করেননি। চাঁদপুরের আদালত ও প্রেসক্লাব নিয়ে এমন জঘন্য মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়। আদালতের কোনো আদেশ/রায়কে বিকৃত/মিথ্যাভাবে উপস্থাপন কিংবা প্রচার করা আদালত অবমাননার শামিল। এই মিথ্যাচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো। পাশাপাশি আদালত ও প্রেসক্লাবকে নিয়ে এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্যে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়।

 

সর্বাধিক পঠিত