• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুরের খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলবে, চাঁদপুরের সুনাম অক্ষুন্ন রাখবে : নূরুল ইসলাম নাজিম দেওয়ান

প্রকাশ:  ২০ জুন ২০১৯, ০৯:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত ১৮ জুন মঙ্গলবার সকাল ১০ টায় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি বলেন, আমি আশা করবো চাঁদপুরের খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলবে। সে জন্যে সারা বছর খেলার মাঠে নিয়মিত অনুশীলন করতে হবে। সহকারী শিক্ষক মামিনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা। বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানসুর আহম্মেদ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল বাবুল ও গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফী বন্যা।
সারাদেশের ন্যায় চাঁদপুর জেলার ১৪টি ইউনিয়নের ১৮টি ভেন্যুতে একযোগে টুর্নামেন্ট অনুষ্ঠত হচ্ছে। চাঁদপুর সদর উপজেলায় ৪টি ভেন্যুতে ২৬টি খেলা অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হচ্ছে : হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বাবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠ, আক্কাছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠ। সদর উপজেলায় ৮টি প্রাথমিক বিদ্যালয় এই খেলায় অংশগ্রহণ করছে। বিদ্যালয়গুলো হচ্ছে : হাসান আলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ গুণরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাসান আলী মডেল প্রাথমিক বিদ্যালয়। ১৮ জুন ৪টি খেলা হয়। সকাল ১০টায় উদ্বোধনী খেলায় অংশ নেয় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে জয়লাভ করেছে গুণরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করে দক্ষিণ গুণরাজদী বনাম সব্দার খান  সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার প্রথমার্র্ধে ১-১ গোল হয়। দ্বিতিয়ার্ধে কোনো গোল না হওয়ায় টাই ব্রেকারে ৩-২ গোলে সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে দক্ষিণ গুণরাজদী জয়লাভ করে। দুপুর ২টায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ অংশ নেয়ার কথা ছিলো হাসান আলী ও গুণরাজদীর। গুণরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুপস্থিত থাকায় হাসান আলী ওয়াকওভারের মাধ্যমে ২ পয়েন্ট পেয়ে জয়লাভ করে। দ্বিতীয় খেলায় দক্ষিণ গুণরাজদী ও সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলার কথা থাকলেও উভয় দলের খেলোয়াড়রা না আসায় খেলা হয়নি।