• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাবুরহাটের সাথে ৭৪ রানে জয়ী হলো মতলবগঞ্জ জেবি পাইলট

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৬ | আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর স্টেডিয়াম চলমান বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় জয়লাভ করছে মতলবগঞ্জ জেবি পাইলট হাইস্কুল। বুধবারের খেলায় তাদের বিপক্ষে অংশগ্রহণ করে বাবুরহাট হাইস্কুল। এতে ৭৪ রানে জয়লাভ করে মতলবগঞ্জ জেবি পাইলট হাইস্কুল। আজকের খেলায় অংশগ্রহণ করবে ডিএন হাইস্কুল বনাম আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মতলব জেবি পাইলট হাইস্কুল প্রথমে ব্যাট করে ৪১ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ আরমান ৫৪ বলে ৬৭, আলী ৪৩ বলে ৫১ ও জিসান ৩৬ বলে ৪১ রান সংগ্রহ করে। বল হাতে বাবুরহাটের তামিম ৩৬ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন।

বাবুরহাট হাইস্কুল ২৩৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৪২ ওভার এক বলে সবক'টি উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। ব্যাট হাতে বাবুরহাটের সিয়াম ৩৬ বলে ২৫ ও জুবায়ের ২৫ বলে ২০ রান করে। বল হাতে মতলব জেবির নাজির তিনটি, স্বপ্ন ও আরমান দুটি করে উইকেট নেয়।

সর্বাধিক পঠিত