• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইটাব ও মননে মতলবের উদ্যোগে মতলব দক্ষিণে ইংরেজি শিক্ষকদের কর্মশালা

প্রকাশ:  ২০ জুন ২০২২, ১২:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলায় স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার ইংরেজি বিষয়ের শিক্ষকদের পাঠদান ও মানোন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সকাল ১০টায় উপজেলার মতলব সরকারি কলেজ মিলনায়তনে কর্মশালাটি শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) ও মননে মতলব নামের দুটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
ইটাব সূত্রে জানা গেছে, মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, সাংবাদিক ও কবি মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও ঢাকার আইডিয়েল কমার্স কলেজের অধ্যক্ষ মুঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালাটিতে প্রশিক্ষণ দেন ইটাবের সভাপতি মাছুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক রুমেনা আফরোজা। প্রশিক্ষণের ফাঁকে গান পরিবেশন করেন শিক্ষক সঞ্জিত কুমার, শিউলি আক্তার ও মরিয়ম আক্তার।  
অধ্যক্ষ মুঃ বিল্লাল হোসেন বলেন, ইংরেজি শব্দের প্রমিত বানান ও উচ্চারণ, বাচনভঙ্গি এবং আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের ইংরেজি ব্যাকরণের খুঁটিনাটি বিষয়ে শিক্ষাদানের ওপর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ইংরেজি শিক্ষকদের  প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক ইংরেজি বিষয়ের শিক্ষক এতে অংশ নেন। পরে ইটাবের নেতৃবৃন্দ ওই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন।

 

সর্বাধিক পঠিত