• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

বাস কাউন্টার ও হাসপাতালে ভোক্তা দপ্তরের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২২, ১১:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরের বাস কাউন্টার, হাসপাতাল, ঔষধের দোকান ও ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়।
২০ এপ্রিল চাঁদপুর সদরের বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয় এবং ভাড়ার তালিকা প্রদর্শনসহ বাস মালিক পক্ষকে সতর্ক করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন।
তিনি জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে বাস ভাড়ার নির্ধারিত মূল্যের চেয়ে যেনো অতিরিক্ত হারে ভাড়া না রাখা হয় সে লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের একটি টিম চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মুন মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা জরিমানা, নতুন মূল্য তালিকা না থাকায় এবং সেবার মূল্যে অসামঞ্জস্য পাওয়ায় মুন হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা এবং লিটন ডিপার্টমেন্টাল স্টোরে মূল্য তালিকা না থাকায় ও এমআরপিবিহীন পণ্য রাখায় ১০ হাজার টাকা জরিমানা আরোপসহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ভোক্তার অধিকার আদায়ে এরূপ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করেন মডেল থানার একটি চৌকষ টিম।

 

সর্বাধিক পঠিত