• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হতে হবে

প্রকাশ:  ২৯ মে ২০২২, ১৪:৫৯ | আপডেট : ২৯ মে ২০২২, ১৫:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আমাদের এই দেশ অনেক আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে অনেক ভাই ও বোনের আত্মত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত হয়েছে এই স্বাধীনতা। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সবার আগে সকলকে শিক্ষা অর্জন করতে হবে। সকলকে পড়ালেখা করতে হবে। সোনার বাংলা গড়তে হলে, সকলকে সোনার মানুষ হতে হবে। এ কথাগুলো বলেছেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সোনার মানুষ হতে হলে শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু বই পড়ার মাধ্যমে নিজেকে সীমাবদ্ধ না রেখে, দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে হবে, বিশ্বকে জানতে হবে। তবে দেশ ও সমাজের প্রতিষ্ঠা লাভ করতে পারবে। খেলাধুলার মাধ্যমে নিজেকে সত্যিকারে ভালো মানুষ হিসেবে সমাজের প্রতিষ্ঠা লাভ করতে হবে। সত্তিকারের জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ পিপিএম বার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ হেলাল উদ্দিন, বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসডিও পাটোয়ারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, আবিদা সুলতানা, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম নয়ন মিজি, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বেপারী, আওয়ামী লীগ নেতা সুকমল কর রামু, মোঃ সেলিম খান, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগে যুগ্ন আহবায়ক মোঃ মানিক খান, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সহ বিদ্যালয় ও কলেজের প্রভাষক প্রভাশিকা, শিক্ষক শিক্ষিকা, অভিবাভক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।