• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

ছেংগারচরে বড়পীর আব্দুল কাদির জিলানী (রহঃ)-এর স্মরণে বার্ষিক ওয়াজ মাহফিল

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০২২, ১৩:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী (রহঃ)-এর স্মরণে মতলব উত্তর উপজেলার নিজ ছেংগারচর  হযরত আবদুল কাদির জিলানী (রহঃ) পবিত্র দরবার শরীফ মাঠে ২৫ নভেম্বর শুক্রবার বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
হযরত মৌলানা আল-আমিন হুজুরের সভাপতিত্বে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা মাওলানা জাকির হোসেন হেলালী চাঁদপুরী।
বিশেষ বক্তা মাওলানা আবু হানিফ ও হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদী। মাহফিল পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম।
বক্তারা বলেন, নবী আমাদের মতো সাধারণ মানুষ নন, যারা তাঁকে স্বীকার করে না, তারা মুমিন নয়। যারা তাঁকে মানে ও তাঁর জীবনের চেয়ে বেশি ভালোবাসে তারাই আসল ঈমানদার।
বক্তারা আরও বলেন, রাসুলকে সৃষ্টি করা না হলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। এমনকি আল্লাহ নিজেও প্রকাশ পেতেন না। সুতরাং কোরআন সুন্নাহর অনুসারে জীবন গড়তে হবে বলে আহ্বান জানিয়েছেন তারা।