• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের প্রাপ্য টাকা ফেরত দিলো ফরিদগঞ্জ এআর সরকারি উবি

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২৩, ১০:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২০২১ সালে এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে শিক্ষাবোর্ড ফরম পূরণের সময় সকল বিষয়ের জন্য র্নিধারিত হারে অর্থ নিলেও করোনাজনিত কারণে তাদের মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হয়। ফলে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের অন্য বিষয়গুলোর জন্য নেয়া টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয়। সেই আলোকে বোর্ড কর্তৃক প্রদানকৃত টাকা শিক্ষার্থীদের হাতে ফেরত দিল ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। গত রোববার শিক্ষার্থীদের হাতে অর্থ তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল।
তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ড ২০২১ সালের পরীক্ষার্থীকে ৪৫ হাজার ২শ’ ৫টাকা ফেরত দেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা সর্বোচ্চ ৩৯০ টাকা ফেরত পেয়েছে। এছাড়া কারিগরি বোর্ড ৭ হাজার টাকা দিয়েছে। সেই হিসেবে শিক্ষার্থীরা ১শ’ টাকা করে ফেরত পেয়েছে। রোববার থেকে আমরা টাকা ফেরত দেয়ার কাজ শুরু করেছি। সোমাবার দিনও শিক্ষার্থীরা টাকা নিয়েছে।

 

সর্বাধিক পঠিত