• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সার্জারী চিকিৎসক

আকস্মিক মৃত্যুর শিকার ডাঃ মনিরুল ইসলাম

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২৩, ১০:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মনিরুল ইসলাম আকস্মিক মৃত্যুর শিকার হয়েছেন। তিনি ১৫ জানুয়ারি দিবাগত রাত পৌনে ৫টায় হাসাপাতাল কোয়ার্টারে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৪৫ বছর। তিনি স্ত্রী ডাঃ শারমিন ছিদ্দিকা নিপ্রা, নবম শ্রেণিতে পড়ুয়া ১ মেয়ে ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
১৬ জানুয়ারি সকালে মরহুমের মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে কুমিল্লার মুরাদনগরস্থ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
হাসাতালের সার্জারী চিকিৎসক মনিরুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চাঁদপুর শহরের চিকিৎসক অঙ্গনসহ সকল মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। চাঁদপুরে দীর্ঘদিন তিনি বেশ সুনামের সাথে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তার মৃত্যুতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান এবং চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তাঁরা বলেন, আল্লাহ তায়ালা তাকে বেহেশত নসিব করুন। তাঁরা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং প্রার্থনা করেন, মহান আল্লাহ তাদের শোক সইবার শক্তি দান করুন। আমিন।