• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রোববার চাঁদপুরে ৩৪ জনের করোনা শনাক্ত ॥ আক্রান্তের হার বেড়ে ২৩

প্রকাশ:  ১০ মে ২০২১, ১৪:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল রোববার চাঁদপুর জেলায় নতুন করে আরো ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা সনাক্ত হয়। নমুনা পরীক্ষা অনুসারে আক্রান্তের হার ২৩%। নতুন এই ৩৪ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪৩৮৭ জন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, চাঁদপুর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে গতকাল ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে রিপোর্ট আসলে ৩৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। নতুন শনাক্ত হওয়া ৩৪ জন হচ্ছে : চাঁদপুর সদর ১৩, হাজীগঞ্জ ৩, ফরিদগঞ্জ ৭, হাইমচর ৪, মতলব উত্তর ২, মতলব দক্ষিণ ৪ ও শাহরাস্তি উপজেলায় ১ জন।
এদিকে চাঁদপুরে কয়েকদিন আক্রান্তের হার নি¤œমুখী হলেও গতকাল অনেক বেড়ে যায়। শনিবার চাঁদপুরে আক্রান্তের হার ছিলো ১২%। কিন্তু গতকাল এটি বেড়ে ২৩% হয়ে যায়। সামনে আক্রান্তের হার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।

 

সর্বাধিক পঠিত