• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

করোনা পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের অনেক বেশি ভূমিকা রাখতে হবে

প্রকাশ:  ১০ মে ২০২১, ১৪:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, চলমান করোনা মহামারির সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থাগ্রহণ, মোবাইল কোর্ট পরিচালনা এবং প্রশাসনিক দৈনন্দিন কর্মকা-গুলো সম্পাদনে প্রশাসন বসে নেই। আমাদের জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ অন্যান্য সরকারি বিভাগ কাজ করে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, নানা কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হতে দেখা যাচ্ছে না। অথচ করোনার এই দুঃসময় ছাড়া অন্যান্য সময়ে সকল সমস্যা-বিপর্যয়ে জনপ্রতিনিধিদের সর্বাত্মক অংশগ্রহণ জরুরি। তিনি বলেন, জনগণ আপনাদেরকেই বেশি কাছাকাছি পায় এবং আপনাদের কথা তারা মেনে চলে। কারণ আপনারা তাদেরকে চিনেন, জানেন এবং কাছে থাকেন। তাই এই সময়ে আপনাদের ভূমিকা অনেক বেশি রাখতে হবে। তিনি বলেন, জনপ্রতিনিধি বিশেষ করে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা যদি এগিয়ে আসেন তাহলে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব। এখনও অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। এই অবস্থা চলতে থাকলে করোনার কারণে মানবিক বিপর্যয় শুরু হলে তা ঠেকানো অসম্ভব। তাই তিনি সকলকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
গতকাল ৯মে রোববার সকাল সাড়ে ১০টায় তাঁর সভাপ্রধানে জুম অ্যাপের মাধ্যমে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, জনগণকে সচেতন করতে জেলা প্রশাসন ও পুলিশ একত্রে কাজ করে যাচ্ছে। চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকগণ জনসচেতনায় কাজ করে যাচ্ছেন। তারা এই মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা এবং মাস্ক বিতরণ করে যাচ্ছেন। তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিরা মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা চালাতে পারেন। করোনা রুখতে মুখে মাস্ক পরা অন্যতম কার্যকর ব্যবস্থা এবং সরকারি নির্দেশনা। তিনি বলেন, স্বাস্থ্যবিধি, বাজার তদারকিতে জেলা প্রশাসনের ৪টি মোবাইল কোর্ট কাজ করে যাচ্ছে। উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে রাত-দিন কাজ করে যাচ্ছেন। তারা তাদের পরিবার-পরিজনকেও সময় দিতে পারছেন না। বেশির ভাগ জনই তার কর্তব্য কাজে নিরলস পরিশ্রম করছেন।
জেলা প্রশাসক বলেন, করোনার কারণে আমাদের জীবন ধারণের অনেক কাজই স্থবির হয়ে আছে, এই স্থবিরতা থেকে মুক্তি পেতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজসহ অন্যরা উদ্যোগী না হলে আমরা পিছিয়ে যাবো। যারা এখনও করোনার টিকা নেননি, তাদেরকে সময়মতো টিকা নেয়ার আহ্বান জানান তিনি ।
জেলা প্রশাসক সভায় অবহিত করেন, প্রধানমন্ত্রী করোনা অতিমারিতে কর্মহীন ও দুঃস্থ মানুষের জন্যে প্রথম ধাপে ২ কোটি ৩৮ লাখ টাকা এবং পরবর্তীতে আরো দুই ধাপে ৩২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। উক্ত টাকা উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের অনুকূলে পাঠানো হয়েছে এবং অতি দ্রুত তা বণ্টন করা হচ্ছে। এই টাকা যাতে প্রকৃত সুবিধাভোগীরা পান সেজন্যে সংশ্লিষ্ট সকলকে খেয়াল রাখার আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তাঁর উপহার হিসেবে ২৫০০ টাকা করে তালিকাভুক্ত দুঃস্থ ও কর্মহীনদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিচ্ছেন। যা সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাচ্ছে।
পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, ধর্ষণ, মাদক, চুরি, ডাকাতির বিষয়ে কেউ সামাজিকভাবে সমাধান বা মীমাংসা করতে যাবেন না। ধর্ষণ বা মাদকের কোনো ঘটনা ঘটলে মীমাংসার উদ্যোগ না নিয়ে অপরাধীকে পুলিশের হাতে সোপর্দ করুন। তিনি গত শনিবার ফরিদগঞ্জের একটি ধর্ষণের ঘটনা উল্লেখ করে বলেন, ধর্ষণের ঘটনায় স্থানীয়ভাবে সালিস মীমাংসায় বসে কোনো সমাধান না হওয়ায় পরবর্তীতে পুলিশকে জানানো হয়। কিন্তু ওই সুযোগে আসামী পালিয়ে যাওয়ায় আসামী ধরতে পুলিশকে অনেক বেগ পেতে হয়। তিনি বলেন, মাদক ব্যবসা লাভজনক হওয়ায় অনেকে মাদক নিয়ে আটক হওয়ার পর ছাড়া পেয়ে আবার সেই ব্যবসায় জড়িয়ে পড়ে। এমন অনেক আসামী আমরা চাঁদপুরে ধরেছি। এর মধ্যে একজনের নামে ১৭টি মাদক মামলা রয়েছে। এদের বিরুদ্ধে সামাজিক উদ্যোগ ও সচেতনতা তৈরি করতে হবে। মাদক, চুরি, ডাকাতির বিষয়ে পুলিশ জিরো টলারেন্সে আছে। চাঁদপুরের যানজট ও ট্রাফিক ব্যবস্থা বিষয়ে তিনি বলেন, চাঁদপুরে সিএনজি অটোরিকশা ও অটোবাইকের বৈধ কোনো স্ট্যান্ড নাই। আমরা পৌর মেয়র ও বিআরটিএকে বলেছিলাম, বৈধ এবং অবৈধ গাড়িগুলোকে রং করে দিন। যাতে এগুলো সহজে চেনা যায়। এ জিনিসটি করা গেলে একটি বড় পদক্ষেপ নেয়া যেতো। কিন্তু তা হচ্ছে না। এ বিষয়ে তিনি আবারও সংশ্লিষ্টদের অনুরোধ জানান। ট্রাফিক বিভাগে লোকবল সঙ্কট থাকায় প্রয়োজন অনুপাতে লোকবল মোতায়েন করা যায় না। শহরের বিপণীবিতানগুলোতে উপচেপড়া ভিড়। যেখানে কেউ কোনো স্বাস্থ্যবিধি মানছে না। এই অবস্থা চলতে দেয়া যায় না। আমরা আজ থেকে এই বিষয়ে আরও কঠোর অবস্থানে যাচ্ছি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর সদর উপজেলার তরপুরচ-ী ইউনিয়নের আনন্দবাজার খালটি ভরাট করা ফেলা হচ্ছে। একটি প্রভাবশালী মহল এই ¯্রােতস্বিনী খাল দখল করে স্থাপনা তৈরি করছে। ইতোমধ্যে খালটির বিভিন্ন অংশ দখল করা হয়েছে। এই খালের উপর উপজেলা পরিষদের একটি ঘাটলাও নির্মাণ করে দেয়া হয়েছে। এটি উদ্ধারে যদি প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা না হয়, তাহলে এই খালটি দ্রুত হারিয়ে যাবে।
প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী বলেন, আসন্ন ঈদ ও চলমান অতিমারিতে অপরাধ প্রবণতা যাতে বৃদ্ধি না পায় সেদিকে প্রশাসনিক দৃষ্টির পাশাপাশি আমাদের জনপ্রতিনিধি এবং সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্যের প্রতিনিধি অ্যাডভোকেট হেলাল প্রমুখ। সভায় সংযুক্ত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাশ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ। সবশেষে সভার সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলাবাসীকে শুভেচ্ছা জানান এবং করোনা থেকে সকলের মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।

 

সর্বাধিক পঠিত