• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তি পৌরসভা নির্বাচন-২০২১

৩ মেয়র প্রার্থীসহ ৬৯ জনের মনোনয়নপত্র জমা

প্রকাশ:  ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তি পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া শেষ হয়েছে। গতকাল ২ ফেব্রুয়ারি ছিলো মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। গতকাল বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ ফারুক হোসেন মিয়াজী ও সাবেক মেয়র, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে শাহরাস্তি পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। গত ১ ফেব্রুয়ারি বর্তমান মেয়র হাজী আব্দুল লতিফ তার মনোনয়নপত্রটি জমা দেন। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থী ছাড়াও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল। গতকাল বেলা ৩টায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোঃ ফারুক হোসেন মিয়াজী। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, আবুল কালাম ও উপজেলা যুবদলের সভাপতি আলী আজগর মিয়াজী।


বেলা সাড়ে তিনটায় মনোনয়নপত্র জমা দিতে আসেন সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল। উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান ও পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিমকে সাথে নিয়ে তিনি রিটার্রিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রটি জমা দেন।

 


এছাড়াও দিনব্যাপী কাউন্সিলর প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেন। সর্বশেষ তথ্যানুযায়ী মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 


এদের মধ্যে সংরক্ষিত ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ২ জন ও ৪নং ওয়ার্ডে ৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ৪ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৫ জন, ৭নং ওয়ার্ডে ৬ জন, ৮নং ওয়ার্ডে ৪জন, ৯নং ওয়ার্ডে ৪ জন, ১০নং ওয়ার্ডে ৫ জন, ১১নং ওয়ার্ডে ৪ জন ও ১২নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

সর্বাধিক পঠিত