• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ওবায়েদ আনন্দ স্মৃতিপদক পেলেন কবি ও গীতিকার মুখলেসুর রহমান মুকুল

প্রকাশ:  ১২ আগস্ট ২০১৮, ২০:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের কৃতী সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বহু দেশাত্ববোধক গানের রচয়িতা  বিশিষ্ট কবি, গীতিকার লেখক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব  ও শিশু সংগঠক, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সহ-সভাপতি ও সংগঠনটির চাঁদপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মুখলেসুর রহমান মুকুল ওবায়েদ আনন্দ স্মৃতিপদক-২০১৮ পেলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওবায়েদ আনন্দ স্মৃতিপদক-২০১৮ গুণীজনদের মাঝে প্রদান করা হয়। মুখলেসুর রহমান মুকুল অসুস্থ থাকার কারনে তাঁর পক্ষে পদকটি গ্রহন করেন সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ আবু সায়েম। পরে তিনি মুখলেসুর রহমানের চাঁদপুরস্থ বাসায় গিয়ে তার হাতে পদকটি তুলে দেন।