• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উবির বার্ষিক ক্রীড়া

প্রকাশ:  ৩১ জানুয়ারি ২০১৯, ১০:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদরের চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জানুয়ারি বুধবার বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু। এর আগে সকালে ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউদ্দিন।
    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম (বাবুল) পাটওয়ারীর সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক, ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান জাহান আলী কালু পাটওয়ারী, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জসিম মিয়াজী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা খালেদা বেগম।
    প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জেআর ওয়াদুদ টিপু বলেন, কোমলমতি শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। কারণ খেলাধুলার মাধ্যমে শরীর ও মন ভালো থাকে। তাই তোমাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও ভালো করতে হবে।
    তিনি বলেন, আমাদের চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এই আসনে ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। বর্তমানে তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এখন তিনি শুধুমাত্র চাঁদপুরের নয়, সমগ্র দেশের শিক্ষামন্ত্রী। সুতরাং তাঁকে সারাদেশ নিয়ে ভাবতে হয়। তবুও তিনি তাঁর সকল ভাবনায় চাঁদপুরকে প্রধান্য দিয়ে থাকেন। এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আপানাদের দাবিগুলো আমি তাঁর কাছে পৌঁছে দিবো।  
    তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার নেতৃত্বে দেশের শিক্ষাখাতে যুগান্তকারী উন্নতি হয়েছে। একটি আলোকিত সমাজ গড়ে তুলতে সরকারের নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এখন বছরের শুরুতেই শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাচ্ছে। তাই আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদকের সর্বগ্রাসী ছোঁবল যাতে করে আমাদের সন্তানদের স্পর্শ না করে সেদিকে শিক্ষক, অভিভাবকদের খেয়াল রাখতে হবে।
    বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদের পরিচালনায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী কামরুল হাসান লিটন, সমাজসেবক জিএম নূর মোহাম্মদ ঢালী, ক্রীড়ানুরাগী বিল্লাল হোসেন পাটওয়ারী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোঃ ফিরোজ পাটওয়ারী, সেলিম পাটওয়ারী, জহিরুল ইসলাম পাটওয়ারী, আবু ইউসুফ শেখ, মোঃ ফয়েজ বক্স হাওলাদার, নাজমা বেগম, মোঃ ওমর ফারুক, মোঃ খলিলুর রহমান, সমাজসেবক ওবায়দুল্লাহ (ফকির পাটওয়ারী), সদর উপজেলা আওয়ামী লীগের নেতা আরশাদ বেপারী আসু, আওয়ামী লীগ নেতা জব্বার পাটওয়ারী, সহকারী সিনিয়র শিক্ষক ওমর ফারুকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ।