• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ ফেব্রুয়ারি বুধবার সকালে আয়োজিত সভায় সরকারি কর্মকর্তাসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার মাঠকর্মীরা অংশ নেন। এবার ফরিদগঞ্জ উপজেলায় মোট ৩৮৪টি কেন্দ্রে ৬-১১ মাসের  ৫ হাজার ৮শ’ ৮৭ জন ও ১২-৫৯ মাসের বয়সী ৪৭ হাজার ১শ’ ৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম শিপনের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান খান, থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসাদুজ্জামান জুয়েল ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান।
    

 

সর্বাধিক পঠিত