• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আঞ্জুমানে এশায়াতে ছাইফীয়া নকশ্বন্দীয়া মুজাদ্দেদীয়া কেন্দ্রীয় কমিটি গঠন

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৫ | আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী চান্দ্রা দরবার শরীফের ভক্ত ও আশেকান বিশিষ্টজনদের থেকে ১০৯ সদস্য বিশিষ্ট আঞ্জুমানে এশায়াতে ছাইফীয়া নকশ্বন্দীয়া মুজাদ্দেদীয়া কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ জানুয়ারি ২০১৯ তারিখে এ কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে এদিন দরবার শরীফে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিশিষ্ট ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    কমিটির আমীরে আলা হচ্ছেন মুর্শিদে বরহক মোজাদ্দেদে জামান হুজুর ক্বেবলাহ আলম (কু.ছে.আ) এর যোগ্য নায়েব সাজ্জাদাশীন পীরে তরীকত আলহাজ্ব হযরতুল আল্লামা মোহাম্মাদ হুজ্জাতুল্লাহ নক্সবন্দী মোজাদ্দেদী ছাইফী।
    নায়েবে আমির আলহাজ্ব এম এ বারী খান, আলহাজ্ব ডাঃ মোঃ ইসমাঈল হোসেন সিরাজী, আলহাজ¦ মোঃ সিরাজ চোকদার, এটিএম আলÑআমিন, আলহাজ¦ ইঞ্জিঃ মোঃ মাহফুজুর রহমান, আলহাজ¦ মাওলানা শরীফ মোঃ তাজাম্মুল হোসেন, আলহাজ্ব মোঃ ইউনুস আলী মোল্লা ও আলহাজ্ব মোঃ হযরত আলী বেপারী (চেয়ারম্যান)। মহাসচিব আলহাজ্ব অ্যাডঃ ড. মোঃ কামরুল হাসান সাইফী। যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোঃ জয়নুল আবেদীন,  আলহাজ্ব মাওঃ মোঃ ওয়ালি উল্লাহ, মোঃ শাহজাহান মোল্লা, মোঃ মাজেদুর রহমান পাটওয়ারী, মোঃ গোলাম হোসাইন টিটু ও মোঃ শহীদুল্লাহ পাটওয়ারী। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ ফিরোজ আলম, মোঃ মোসলেহ উদ্দিন মানিক (রায়পুর), মোঃ জহিরুল ইসলাম সরকার (কানুদি) ও মোঃ ফয়সাল হোসেন (নয়ারহাট)।
    আঞ্চলিক কমিটি : লক্ষ্মীপুর বিষয়ক সম্পাদক মোঃ আরমান হোসেন (রায়পুর), বৃহত্তর তারাবুনিয়া বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ আনওয়ার হোসেন সরকার ও মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক (তারাবুনিয়া), দক্ষিণ অঞ্চল বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান ও ডাঃ মোঃ মোনায়েম খান (ধানুয়া), পশ্চিম অঞ্চল বিষয়ক সম্পাদক মোঃ আবু বকর খান (পশ্চিম সকদি), ঢাকা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমান সরকার (টঙ্গী), ইঞ্জিঃ মোঃ শাকিলুর রহমান (তারাবুনিয়া) ও মাওঃ মোঃ আব্দুল হালিম (ভারপ্রাপ্ত), সৌদি আরব বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল খালেক সরকার ও আলহাজ্ব মোঃ আব্দুল বারেক সরকার।
    অর্থ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোঃ আতিকুর রহমান (ছোট) ও আলহাজ্ব ইঞ্জিঃ মোঃ জসিম উদ্দিন (ঢাকা), শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও মোঃ গিয়াস উদ্দিন মাস্টার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ মোতাহার হোসাইন (উয়ারুক) ও হাফেজ মাওঃ মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আবদুল আজিজ ও ডাঃ মোঃ রুবায়েতুল ইসলাম (কবিরূপসা), প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহমান প্রধানীয়া, মোঃ মাহিদুল ইসলাম (রাজু), মাওঃ মোঃ নূর হোসাইন (রায়পুর), মাওঃ মোঃ আব্দুল মমিন (রাজাপুর) ও মাওঃ মোঃ মনোয়ার হোসেন মনির।
    কার্যনির্বাহী সদস্য ডাঃ এম. এ আকবর (ঢাকা), মোঃ খলিলুর রহমান (প্যানেল মেয়র) ফরিদগঞ্জ, আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ (গাজীপুর বাজার), মোঃ শাহাদাত হোসেন জনি (সেকদি), মোঃ আব্দুল গফুর বিএসসি (নয়ারহাট), মোঃ আবুল কালাম (ঢাকা), মোঃ মমিনুল হক খান (নয়াহাট বাজার), মোঃ মাহিদুল ইসলাম সরকার (স্পেন), মোঃ জসিম উদ্দিন পাঠান (মেম্বার, গাজীপুর বাজার), ডাঃ মোঃ শাহ আলম শেখ (উত্তর ধানুয়া), মোঃ শরীফ সালাউদ্দিন খান (ধানুয়া), ডাঃ মোঃ শাহ আলম মিয়াজী (হরিপুর), মোঃ আব্দুল লতিফ চৌধুরী (হরিপুর), মোঃ আব্দুল কাদির বেপারী (কানুদি), মোঃ নান্নু মাল (দক্ষিণ তারাবুনিয়া), ডাঃ মোঃ জাহাঙ্গীর (ফরক্কাবাদ),  মোঃ ইব্রাহিম বালী (গাজীপুর), মোঃ মিজান শরীফ রাঢ়ি (উত্তর তারাবুনিয়া), মাওলানা মোঃ আমিন মেম্বার (রায়পুর), মোঃ বেলাল হোসেন (রায়পুর), মোঃ গোলাপ পাটওয়ারী (কানুদি), মোঃ আব্দুল কাদির (ঢালি বাজার), মোঃ জাকির আহমেদ বালা (বালার বাজার), মোঃ ফখরুদ্দিন রাজ (বালার বাজার), মোঃ নাদের হোসেন রাজু সরকার (নয়ারহাট), মোঃ রাসেল শেখ (ধানুয়া), মোহাম্মদ হোসেন মাল (মাদারটেক, ঢাকা), মোঃ আবদুল ওহিদ বেপারী (মাদারটেক), মোঃ সিরাজুল হক (মুন্সীগঞ্জ), মাওঃ মোঃ আনিসুর রহমান সাইফী (মুন্সীগঞ্জ), মোঃ আব্দুল হান্নান (বাগাদী), মোঃ তাজুল ইসলাম (মাদারটেক, ঢাকা), মোঃ বসির উল্লাহ বেপারী (মাদারটেক, ঢাকা), মোঃ হাবিবুর রহমান মুন্সী (শ্রীরামপুর, কচুয়া), মোঃ আব্দুল হক মাল (দঃ তারাবুনিয়া ), মাওঃ মোঃ কবির আহমেদ ওসমানী (ফরাক্কাবাদ), মোঃ শামিম আহমেদ বালা (বালার বাজার), মাওঃ মোঃ আব্দুল হাই মজুমদার (মূলপাড়া), মাওঃ মোঃ বিল্লাল হোসেন (মুক্তপল্লী), মোঃ কাউসার হোসেন (আমিরাবাদ), মোঃ আবু নসর বেপারী (কানুদি),  মোঃ আবুল কাশেম বেপারী (কাচিকাটা) ও মোঃ আলমগীর পাটওয়ারী (বিষ্ণুপুর)।
    সম্মানিত উপদেষ্টাম-লী : ভারতের হযরত কেবলাহ্ জুনায়েদ উল্লাহ্ খান রামপুরী, ভারতের হযরত কেবলাহ্ আতিক উল্লাহ্ খান রামপুরী, আলহাজ্ব মোঃ মুজাম্মেল হোসেন, ড. একেএম মাহবুবুর রহমান, আলহাজ্ব মোঃ ইসহাক খান, মোঃ আবু সাহেদ সরকার, আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার, আলহাজ্ব মোঃ সফিউদ্দিন তপাদার, আলহাজ্ব মোঃ জয়নুল আবেদীন ভূঁইয়া, আলহাজ্ব মোহাম্মদ হোসাইন, আলহাজ্ব মাওঃ মোঃ ফজলুল হক, আলহাজ্ব মোঃ আব্দুল আউয়াল (ফরিদগঞ্জ), আলহাজ্ব মোঃ রফিকুল হায়দার বাবুল পাঠান (রায়পুর), আলহাজ্ব মোঃ দিদারুল ইসলাম খান, আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন সরকার, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর মোল্লা, মোঃ শফিকুর রহমান পাটওয়ারী, আলহাজ্ব মোঃ হজরত আলী মামুন মাঝি (দুবাই), মোঃ বাবুল মাঝি (দুবাই), আলহাজ্ব মোঃ সিরাজ ইসলাম বালী (গাজীপুর), আলহাজ্ব মোঃ সিরাজ মিয়া (রায়পুর), মোঃ আব্দুর রাজ্জাক চোকদার, মোঃ আনোয়ার হোসেন বালা ও মোঃ আব্দুল হামিদ বেপারী।

 

সর্বাধিক পঠিত