• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রোটারী জেলা পিকনিকের প্রস্তুতিমূলক সভা

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রোটারী জেলা পিকনিক ‘মেঘনা বিলাস-২০১৯’-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মতলব রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান আফরোজা খাতুন মেরীর বাসভবনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আয়োজক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।
রোটারী জেলা পিকনিক কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি শেখ মনির হোসেন বাবুলের সভাপ্রধানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রোটারী জেলা পিকনিক মেঘনা বিলাস-২০১৯-এর চীফ কো-অর্ডিনেটর রোটাঃ পিপি কাজী শাহাদাত।
রোটারী জেলা পিকনিক কমিটির সদস্য সচিব রোটাঃ পিপি অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রেজিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি জামাল হোসেন, ফুড কমিটির কনভেনার রোটাঃ পিপি হাজী আবুল কাশেম গাজী, রোটাঃ পিপি প্রফেসর গোলাম মোস্তফা, রোটাঃ পিপি শরীফ মোঃ আশ্রাফুল হক,  স্মরণিকা কমিটির কনভেনার রোটাঃ পিপি ডাঃ মিজানুর রহমান খান, রোটাঃ পিপি শবেবরাত সরকার, রোটাঃ পিপি মফিজ সরকার, রোটাঃ পিপি মানিক জমাদার, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি নূরুল আমিন খান আকাশ, চাঁদপুর রোটারী ক্লাবের সহ-সভাপতি রোটাঃ নাসির খান ও রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, সেক্রেটারী রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ পলাশ মজুমদার, ডিরেক্টর রোটাঃ মাহবুবুর রহমান সুমন, রোটাঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা রোটারী জেলা পিকনিক ‘মেঘনা বিলাস’ আয়োজনের নানা দিক তুলে ধরেন। রেজিস্ট্রেশন, ফুড, কালচারাল, টেকনিক্যাল, আবাসন, র‌্যাফেল ড্র, ডেকোরেশন ও মিডিয়া কমিটির নানা কাজের পর্যালোচনা শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়। তারা বলেন, পিকনিক আয়োজনে চাঁদপুরের সুনাম অক্ষুণœ রাখতে হবে।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি চাঁদপুরে রোটারী জেলা-৩২৮২ (বাংলাদেশ)-এর পিকনিক ও নদী ভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলার রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। পিকনিক ও নদীভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ আয়োজন করছে চাঁদপুর ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব।

 

 

সর্বাধিক পঠিত