• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইশা ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা সম্মেলন সম্পন্ন

প্রকাশ:  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেল ৩টায়  চাঁদপুর শহরের বিপণীবাগ পার্টি হাউজে জেলা সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
    ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ রিয়াজুর রহমানের সভাপ্রধানে এবং সহ-সভাপতি মোঃ মহসিন হোসেন ও সাধারণ সম্পাদক মুহাঃ নেছার উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়  সহ-সভাপতি এম হাসিবুল ইসলাম।
    তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি, স্বৈরাচারী রাষ্ট্রগুলোর অন্যতম, দরিদ্র মানুষের সংখ্যায় দেশ ভারাক্রান্ত, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে বাক্স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা পরাহত, সুশাসনের সবগুলো মাপকাঠিতেই দেশ নি¤œ সারিতে। তিনি বলেন, স্বাধীনতার এতো বছর পরেও স্বাধীনতার প্রত্যাশা হতাশায় নিমজ্জিত হয়েছে রাষ্ট্র পরিচালনায় ভুল নীতির অনুসরণে। ইশা ছাত্র আন্দোলন রাষ্ট্র পরিচালনায় ইসলাম ও দেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ও চর্চিত দর্শন নীতির বাস্তবায়নে দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে।
    উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবদীন।
    ইসলামী আন্দোলন জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী ও ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি কে. এম. ইয়াসীন রাশেদ সানী, জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ গাজী মোহাম্মদ হানিফ, ইসলামী আন্দোলন জেলা শাখার অর্থ সম্পাদক মামুনুর রশিদ খান বেলাল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, ইসলামী আন্দোলন চাঁদপুর সদর উপজেলার সেক্রেটারী মাওলানা নূরউদ্দিন, যুব আন্দোলন জেলা সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, হাজীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন সেক্রেটারী হাফেজ শাহাদাত প্রধানীয়া ছাড়াও বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসাইন, সদর উপজেলা সভাপতি মোঃ আবুল বাশার, শহর শাখার সভাপতি মোহাম্মদ আসাদুল্লাহ সুমন, শহর শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম গাজী, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মোঃ ওমর ফারুক আজাদ, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, মতলব দক্ষিণ সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, শাহরাস্তি উপজেলা সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরফাত, কচুয়া উপজেলা সভাপতি আফজাল হোসেন ও উজানী মাদ্রাসা শাখার সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান। সম্মেলনশেষে ২০১৯ সেশনের চাঁদপুর জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি মোঃ নেছার উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসাইনের নাম ঘোষণা করে শপথবাক্য পাঠ করানো হয়।

 

সর্বাধিক পঠিত