• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

রেল স্টেশন কর্তৃপক্ষের অবশেষে টনক নড়লো

যাত্রীদের বসতে স্টিলের চেয়ার দেয়া হয়েছে

প্রকাশ:  ০৫ মার্চ ২০১৯, ১১:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র শপথ চত্বর এলাকায় অবস্থিত ‘রেলওয়ে কোর্টস্টেশন প্লাটফর্মে ট্রেন যাত্রীদের সীমাহীন দুর্ভোগ’ শিরোনামে সংবাদ গতকাল চাঁদপুর  কণ্ঠসহ স্থানীয় কয়েকটি দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশ হওয়ার পর কোর্ট স্টেশন কর্তৃপক্ষের টনক নড়ে । যার ফলে কর্তৃপক্ষ যাত্রীদের বসার জন্যে উন্নতমানের স্টিলের চেয়ারগুলো বাইরে নামিয়ে দিয়েছে। একটি সূত্র থেকে  জানা যায়, গত কিছুদিন পূর্বে সরকারিভাবে চাঁদপুর কোর্ট স্টেশন প্লাটফর্মের জন্যে বেশ কিছু উন্নতমানের স্টিলের চেয়ার বরাদ্দ দেয়া হয় যাত্রীদের বসার জন্যে। কিন্তু এসব চেয়ার প্রথম শ্রেণির বিশ্রামাগারে রেখে তালাবদ্ধ করে রাখা হয়। এ প্লাটফর্মটি গত কয়েক মাস পূর্বে সংস্কার করা হয়েছে। সংস্কার কাজ করাকালে ঠিকাদার যাত্রীদের বসার জন্যে পূর্বের পাথরের তৈরি পাকা বেঞ্চগুলো সব ভেঙ্গে ফেলে।
    কোর্ট স্টেশন প্লাটফর্মে যাত্রীদের বসার জন্যে কোনো বেঞ্চ নেই। সকাল ৯টায় চাঁদপুর থেকে কুমিল্লা অভিমুখী ডেম্যুর জন্যে ওয়েটিং ২টি রুমের মধ্য থেকে ১টি রুম খুলে দেয়া হয়। ট্রেনটি চলে গেলে ওই কক্ষটি পুনরায় তালাবন্ধ করে রাখা হয়। ১ম শ্রেণির বিশ্রামাগারটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া খুলতে দেখা যায়নি। দুপুরে চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী সাগরিক এক্সপ্রেস ট্রেনটির যাত্রীরা দীর্ঘসময় ধরে এই প্লাটফর্মে দাঁড়িয়ে থাকতে হয়। প্রায় সময় দেখা যায় ট্রেনের নারী যাত্রীরা তাদের শিশু সন্তান ও ব্যাগ লাগেজ নিয়ে দীর্ঘ সময় ট্রেনের অপেক্ষায় থাকতে হয়। চাঁদপুর কণ্ঠসহ স্থানীয় কয়েকটি পত্রিকায় এ সংবাদ প্রকাশের পর গতকাল সোমবার সকালে কোর্ট স্টেশন কর্তৃপক্ষ বরাদ্দ পাওয়া স্টিলের জয়েন্ট চেয়ারগুলো যাত্রীদের বসার জন্যে বিশ্রামাগার থেকে বাইরে নামিয়ে দেয়।

 

 


 

সর্বাধিক পঠিত