যক্ষ্মা রোগী সনাক্তকরণ ও যক্ষ্মা রোগ প্রতিরোধে
সাংস্কৃতিক কর্মীদের সাথে নাটাবের মতবিনিময় সভা


‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে যক্ষ্মা রোগী সনাক্তকরণ ও যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংস্কৃতিক কর্মীদের করণীয় শীর্ষক বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব চাঁদপুরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র মিলনায়তনে চাঁদপুরের সাংস্কৃতিক কর্মীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাটাব চাঁদপুর জেলা শাখার সভাপতি চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহছানুজ্জামান মন্টু।
এ সময় বক্তারা বলেন, যক্ষ্মা রোগ নির্ণয়ে ৩টি করে কফের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করে যক্ষ্মা রোগ নির্ণয় করা হয়। ওপেন কেইস যক্ষ্মা রোগী যদি হাঁচি বা কাশি দেয় তা থেকে অন্যরা যক্ষ্মা রোগে আক্রান্ত হয়। সরকার যক্ষ্মা রোগে ব্র্যাককে দায়িত্ব দিয়েছে। ব্র্যাক যক্ষ্মা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দিচ্ছে, বিনামূল্যে ঔষধও দিয়ে থাকে। যক্ষ্মা রোগীরা নিয়মিত ঔষধ সেবন করতে হবে। কোনোভাবেই ঔষধ খাওয়া বন্ধ করা চলবে না। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি-নাটাব দেশের একটি বৃহৎ জাতীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ১৯৪৮ সাল থেকে যক্ষ্মা নিয়ন্ত্রণে নাটাব কাজ করে যাচ্ছে। যক্ষ্মা রোগী সনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে নাটাব তাদের সুস্থ করে করার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। সামাজিক কুসংস্কার, অজ্ঞতা, অবহেলা, অর্থনৈতিক সঙ্কট ও তথ্যের অভাবে যক্ষ্মা রোগীরা চিকিৎসা কেন্দ্রে সঠিক সময়ে যাচ্ছে না। চিকিৎসা নিলেও নিয়মিত ঔষধ সেবন ও পূর্ণ সময়ব্যাপী চিকিৎসা গ্রহণ করে না। এ ব্যাপারে সমাজের সচেতন ব্যক্তিদের আরও বিশেষ ভূমিকা রাখতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ আব্দুল মান্নান, ডাঃ পীযূষ কান্তি বড়–য়া, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব ইয়াহিয়া কিরন, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, নাটাব চাঁদপুরের ফিল্ড সুপারভাইজার বিচিত্র চন্দ্র দাস প্রমুখ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী ইতু চক্রবর্তী, গোবিন্দ মন্ডল, মাহবুব আলম, রঞ্জন সূত্রধর, কৃষ্ণ গোপাল সরকার, মাহবুব আলম, শ্যাম সুন্দর মন্ডল, আফসানা আক্তার তন্নি, মোস্তফা শাহরিয়ার তানজিম, শুভ অধিকারী, মানিক দাস, মাহমুদুর রহমান চৌধুরী, মিজান লিটন, শেখ আল মামুন, তবিবুর রহমান রিংকু, মেহেদী হাসান জীবন, রাজিব চৌধুরী, সুদীপ কর, সোমা দত্ত, ফারজানা আক্তার, আলমগীর হোসেন পাটওয়ারী, অজিত দত্ত, প্রেরণা দেব তাথৈই, মিঠুন বিশ^াস, লিটন সরকার সহ আরও অনেকে।