• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০১৯, ১৬:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে বিশ^ স্বাস্থ্য দিবস-২০১৯ পালিত হয়েছে। গতকাল ৭ এপ্রিল রোববার সকালে এই দিবসটি উপলক্ষে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আগেকার দিনে বাংলাদেশের স্বাস্থাসেবা এতোটা উন্নত ছিলো না। বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্যসেবা অনেক উন্নত হয়েছে। গ্রামাঞ্চলে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক সাধারণ মানুষজনকে নিয়মিত স্বাস্থ্যসেবা দিচ্ছে। তিনি বলেন, তবে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের লোকজনের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আরো কাজ করতে হবে। বাংলাদেশে এখন অনেক জায়গায় বয়োবৃদ্ধের সংখ্যা বেড়ে গেছে, তাদের স্বাস্থ্য সেবাও আমাদেরকে নিশ্চিত করতে হবে।
চাঁদপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার গোলাম কাওসার হিমেলের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আনোয়ারুল আজিম, চাঁদপুর পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াস মিয়া, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, আত্মনিবেদিতা মহিলা সংস্থার পরিচালক ডাঃ এসএম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের এডুকেটর মোঃ ইউসুফ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলামসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী। আলোচনা সভার পূর্বে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

 

 

 

সর্বাধিক পঠিত