• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের আলোচনা সভায় অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

ফরিদগঞ্জে একটি বৃহৎ রক্তদাতা গোষ্ঠী সৃষ্টি করতে চাই

প্রকাশ:  ০৯ মে ২০১৯, ১০:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে ফরিদগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রক্তদাতা সংগঠন অর্ণিবান আয়োজিত এ অনুষ্ঠানে সকালে র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরউজ্জামান উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এসময় তিনি বলেন, আমরা যেকোনো সময় বিপদগ্রস্ত হতে পারি। প্রয়োজন হতে পারে রক্তের। একজন সুস্থ মানুষ রক্তদাতা হিসেবে ওই সময়ে রক্তদান করে একজন মুমূর্ষু রোগীকে নতুন জীবন দান করে। তাই আমাদের সকলের উচিত নিয়মিত রক্তদান করা। কিন্তু আমাদের মধ্যে এখনো রক্ত দিলে ক্ষতি হবে এই ভয়টা কাজ করে। এসব গুজব থেকে সরে এসে আমরা ফরিদগঞ্জে একটি বৃহৎ রক্তদাতা গোষ্ঠী সৃষ্টি করতে চাই। যাতে অন্তত কেউ আর রক্তের অভাবে জীবন না হারায়।  তিনি বলেন, আমরা জানি থ্যালাসেমিয়া রোগীর নিয়মিত রক্তের প্রয়োজন। তাই তাদের স্বার্থে আমাদের এগিয়ে আসতে হবে। একই সাথে থ্যালাসেমিয়া থেকে আমাদের প্রজন্মকে মুক্ত রাখতে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা প্রয়োজন। রক্তদাতা সংগঠন অর্ণিবান আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সেই কাজটি করছে। যা আশা জাগানিয়া। সর্বোপরি আমাদের মনে রাখতে হবে, নিয়মিত রক্তদান নিজেকে সুস্থ রাখার পাশাপাশি একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে সহায়তা করে। তাই আসুন আজকের এই বিশেষ দিনে সকলে মিলে রক্তদানের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হই।
সংগঠনের সভাপতি নূরুল করিম ফরিদের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহাম্মদ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ, ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান ও সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। এছাড়াও সংগঠনের  সদস্য জুয়েল পাঠান, এমরান হোসেন, গাজী আরী নেওয়াজ প্রমুখ বক্তব্য রাখেন।

 

সর্বাধিক পঠিত