• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নারায়ণপুরে অগ্নিকান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ॥ গৃহকর্ত্রী নিহত

প্রকাশ:  ২৭ মে ২০১৯, ১১:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মোস্তফা মুন্সীর ঘরে আগুন লেগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই গৃহকর্ত্রী মিলন বেগম (৫৫) অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ঘরে আগুন লাগার পর মিলন বেগম ঘরের স্টিলের আলমিরা থেকে স্বর্ণালঙ্কার আনতে গিয়ে এ দুর্ঘটনার মুখে পড়েন। তাতে তার করুণ মৃত্যু হয়। এদিকে আগুনে মোস্তফা মুন্সীর ২টি বসতঘর ও ১টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।
সরজমিনে গিয়ে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৬টায় লক্ষ্মীপুর গ্রামের মজুমদার বাড়ির মোস্তফা মুন্সীর বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রথমে ১টি বসতঘরে আগুন লাগলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন বেড়ে যায়। তখন আরও ২টি ঘরে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়।
এদিকে প্রথমে আগুন  লাগার পর ঘরের স্টিলের আলমিরা থেকে গৃহকর্ত্রী মিলন বেগম স্বর্ণালঙ্কার আনতে গেলে তখনই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে তিনি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যাওয়ার পূর্বে এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে। পরে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে যায় ও নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ অগ্নিকা-ের ঘটনায় মোস্তফা মুন্সীর ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণলঙ্কার ও আসবাবপত্রসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

সর্বাধিক পঠিত