• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বালু মহালের কারণে দুর্ঘটনা আতঙ্কে চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের যাত্রীরা

প্রকাশ:  ২৭ মে ২০১৯, ১১:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নূতন করে সংস্কার শেষে ক্রমেই ব্যস্ত হয়ে উঠেছে চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কটি। এছাড়া সপ্তাহের শেষ থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি। ফলে আরো বেশি ব্যস্ততা বেড়ে যাবে সড়কটিতে। এরই সাথে বেড়ে যাবে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও। সড়কটির সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত যে ক’টি স্পট রয়েছে তার মধ্যে বাগড়া বাজার সংলগ্ন বালু মহাল এলাকা উল্লেখযোগ্য। চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় এই বালু মহাল থেকেই নির্মাণ কাজে ব্যবহার্য বালু সরবরাহ হয়। ফলে গত এক দশক ধরেই এই এলাকায় বালু ব্যবসা ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশ ঘেঁষে এই বালু মহাল গড়ে উঠায় সেটি সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও যানবাহনগুলোর চালকরা জানান, বালু মহালে বালু ভরাট করার সময় রাস্তার মধ্যে বালি ও পানি এসে পড়ে। তাছাড়া সর্বদা বালুবাহী গাড়ি বালু আনা নেয়ার মধ্যে থাকায় বালু মহাল থেকে বেরুনো গাড়ি ও সড়কের দুই পাশ থেকে চলমান গাড়িগুলোর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটার আশঙ্কা থেকে যায়। সম্প্রতি ওই এলাকায় এই ধরনের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই জামাই ও শ^শুর নিহত হয়েছে। তাছাড়া বালু মহাল ছেড়ে আসা গাড়িগুলো রাতে ও ভোর বেলা বেপেরোয়া ভাবে চলাফেরাও দুর্ঘটনা ঘটার আরেকটি কারণ।
স্থানীয় লোকজন ও যাত্রীরা জানায়, প্রশাসনের উচিত বালু মহালের বালু ও পানি যেন সড়কে এসে না পড়ে এবং একই সাথে সড়ক থেকে একটি নির্দিষ্ট দূরত্বে বালু মহাল করার  নির্দেশনা জারি করা।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প ও সংক্ষিপ্ত সড়ক হিসেবে মতলব হয়ে চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কটি ব্যবহার করে অনেক যানবাহন। একই সাথে চাঁদপুর-ঢাকা লঞ্চে যাতায়াত করার জন্যে ফরিদগঞ্জ , রায়পুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার লোকজন এই সড়কটি ব্যবহার করে।


সূত্র : চাঁদপুর কণ্ঠ

সর্বাধিক পঠিত