• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঈদে শহরের সড়ক শৃঙ্খলায় পুলিশের ক্যাপ পরে কাজ করবে স্কাউটরা

প্রকাশ:  ২৮ মে ২০১৯, ১৪:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁদপুর শহরের যানজট নিরসনের লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশকে ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করছে রোভার ও স্কাউটস্ সদস্যরা। জেলা পুলিশের ক্যাপ পরে রাস্তায় ডিউটি করবে স্কাউটস্ সদস্যরা। জনস্বার্থে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের প্রতিটি পয়েন্টে ৪জন করে প্রতিদিন মোট ৪০জন স্কাউট সদস্য পুলিশের সাথে যানচলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে।
ট্রাফিক পুলিশকে সহায়তাকারী স্কাউটদের মাঝে গতকাল সোমবার চাঁদপুর জেলা পুলিশের ক্যাপ বিতরণ করা হয়।  জেলার (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান স্কাউটদের ক্যাপ পরিয়ে দেন।
এ সময় তিনি স্কাউট সদস্যদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পুলিশকে ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করতে এগিয়ে আসার জন্যে তিনি তাদের ধন্যবাদ জানান।

 

 

সর্বাধিক পঠিত