• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব দক্ষিণে আইনশৃঙ্খলা ও মাসিক উন্নয়ন কমিটির সভা

প্রকাশ:  ২৯ মে ২০১৯, ১০:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন বলেছেন, আসছে পবিত্র ঈদ-উল-ফিতরে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে সবাইকে সহযোগিতা করতে হবে। পুলিশের একার পক্ষে তা সম্ভব নয়। তিনি আরো বলেন, ঈদ উপলক্ষে যানবাহনে অতিরিক্ত ভাড়া নিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সবাই সতর্ক থাকবেন। এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মতলব পৌরসভার উদ্যোগে মতলব নিউ হোস্টেল মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। গতকাল ২৮ মে সকালে উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মতলব পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন লিটন, মতলব প্রেসক্লাবের সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, মতলব পৌর কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম, উপজেলা প্রকৌশলী মোঃ শাহআলম, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, উপাদী উত্তর ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও সুধীজন। পরে উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন এবং সভাটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম। সভায় উপজেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকা-ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।