• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শপথ চত্বর এলাকায় শৃঙ্খলা রক্ষায় সক্রিয় সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন

প্রকাশ:  ২৯ মে ২০১৯, ১০:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র শপথ চত্বর এলাকায় সিএনজি স্কুটার ও অটোরিক্সাসহ সকল যানবাহনে শৃঙ্খলা আনয়নে ভীষণ সক্রিয় চাঁদপুর জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (২৫০৩)-এর সদস্যরা। গত রোববার সকালে ইউনিয়নের সভাপতি কাজী শাহরিয়ার ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ সলিম গাজীসহ সংগঠনের সদস্যরা এ শৃঙ্খলার জন্যে শপথ চত্বর এলাকায় পুলিশ বক্সের পেছনের অংশে খালি জায়গায় সিএনজি স্কুটারগুলোকে নেয়ার ব্যবস্থা করেন। কোনো স্কুটার চাঁদপুর টাওয়ার সংলগ্ন স্থানে বা শপথ চত্বর এলাকায় পার্কিং না করার জন্যে মাইকে বলা হয়। করলে ২ হাজার টাকা জরিমানার কথাও বলা হয়। আর এই শৃঙ্খলা শুরুর কাজটি উদ্বোধন করেন চাঁদপুর ট্রাফিকের ইন্সপেক্টর (টিআই) মোঃ ফয়সাল আহমেদ।
সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী শাহরিয়ার ওমর ফারুক জানান, শপথ চত্বর এলাকাকে যানজটমুক্ত রেখে লঞ্চ ও ট্রেন যাত্রীদের নির্বিঘœ চলাচলের জন্য আমরা পুলিশের পাশাপাশি কাজ করছি।

 

সর্বাধিক পঠিত