• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নারায়ণপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ:  ২৯ মে ২০১৯, ১০:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে হাইকোর্টের নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন ব্র্যান্ডের ৫২টি পণ্যের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল ২৭ মে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিনের নেতৃত্বে নারায়ণপুর বাজারের বিভিন্ন মুদি দোকানে নিষিদ্ধ ওইসব পণ্যের উপর এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাঘাবাড়ি-ঘি, ক্যামিকেলযুক্ত পাইপ আইসক্রীম, খোলা আচার, রং মেশানো চিপস, মানহীন খেজুরসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য জব্দ ও নগদ অর্থ জরিমানা আদায় করা হয়।
এর মধ্যে শহীদ স্টোর থেকে ১৫টি বাঘাবাড়ি-ঘি, জরিমানা নগদ ১ হাজার টাকা, মতিন স্টোর থেকে ২১টি বাঘাবাড়ি-ঘি, জরিমানা ১ হাজার টাকা, আলী স্টোর থেকে ৩টি বাঘাবাড়ি-ঘি ও রং মেশানো চিপস, জরিমানা ১ হাজার টাকা এবং সাদ্দাম স্টোর থেকে ৩টি বাঘাবাড়ি-ঘি, ক্যামিকেলযুক্ত আইসক্রীম ও খোলা আচার, জরিমানা  ৫শ’ টাকা আদায় করা হয় এবং জব্দকৃত নিষিদ্ধ পণ্য বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম জানান, দোকানে মূল্যতালিকা প্রদর্শন, হাইকোর্ট থেকে নিষিদ্ধ ঘোষিত পণ্য, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ দ্রব্য বিক্রয় থেকে বিরত থাকতে হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় স্যানেটারি ইন্সপেক্টর খোরশেদ আলম, থানার এএসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।