• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

লঞ্চ মালিক ও শ্রমিক ইউনিয়নের সাথে প্রশাসনের মতবিনিময়

প্রকাশ:  ২৯ মে ২০১৯, ১০:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সময় নৌ-পথে লঞ্চযাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে এবং যাত্রী হয়রানি বন্ধ ও শৃঙ্খলা রক্ষায় লঞ্চ মালিক প্রতিনিধি ও শ্রমিক ইউনিয়নের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ মে মঙ্গলবার সকাল ১০টায় নৌ পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, নৌ-পুলিশ, কোস্টগার্ড বাহিনী এবং বিআইডব্লিউটিএ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিএ-এর আয়োজনে এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপ্রধানে বক্তব্য রাখেন নৌ-থানার ইনচার্জ মোঃ আবু তাহের খানের, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, কোস্টগার্ডের কর্মকর্তা মোঃ আঃ মালেক, মহিলা ওয়ার্ড কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, পরিবহন পরিদর্শক মোঃ মাহাতাব উদ্দিন শেখ, টিআই মোঃ রেজাউল করিম, বিআইডব্লিউটিএ-এর সিবিএ নেতা মোঃ আব্দুছ ছাত্তার, লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার, ঘাট সুপারভাইজার মোঃ আজগরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।    
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, চাঁদপুর নদীবন্দর ব্যবহারকারী যাত্রীরা যেনো নির্বিঘেœ তাদের গন্তব্যে পৌঁছতে পারে সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমরা যাত্রীদের নিরাপত্তায় কাজ করে যাব। পূর্বে যেভাবে যাত্রীদের নিরাপত্তা দেয়া হয়েছে, এবার আরো বেশি নিরাপত্তা দেয়া হবে। আমরা লঞ্চঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করবো। যাত্রীদের নির্বিঘেœ বাড়ি যাওয়ার জন্যে অতিরিক্ত লঞ্চ ঘাটে রাখতে হবে। যাত্রীরা যেনো কষ্ট না পায় সেদিকে আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে।