• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে আনন্দ বাসের চাপায় ২য় শ্রেণীর স্কুল শিক্ষার্থী নিহত

প্রকাশ:  ৩০ মে ২০১৯, ০৭:৩৫ | আপডেট : ০১ জুন ২০১৯, ০০:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে বেপোরোয়া গতীর আনন্দ বাসের চাপায় সুইটি (৮) নামে ২য় শ্রেণীর স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। ২৯ মে বুধবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সদরের বাগড়া বাজারস্থ সোবানপুর নামক এলাকায় চাঁদপুর- রায়পুর,লক্ষীপুর মহা সড়কে এ দূর্ঘটনা ঘটে। সুইটি সোবানপুর গ্রামের মিজি বাড়ির হতদরিদ্র দিনমজুর আব্দুল মান্নান মে। সে সোবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার সাথে সাথে বাসের চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করে বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দন ঘটনার সত্যত শিকার করে জানান, চাঁদপুর থেকে নোয়াখালী গামী আনন্দ বাসের (নোয়াখালী- ব/ ০৫০০৫২) চাপায় শিশু সুইটি নিহত হয়। খবর খবর পেয়ে আমরা বাসটি আটক করেছি এবং লাশ ময়নাতদন্তের জন্যে থানায় নেয়া হয়েছে।

স্থানীয় মোহাম্মদ হোসেন জানান, সুইটি প্রতিবেশী ও বান্ধুবীসহ তার জেঠিকে সিএনজিতে উঠিয়ে দিতে সোবানপুর রাস্তার মাথায় আসে। পরে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা বাসটি তাকে চাপা দেয়। এই ঘটনায় সোবানপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে।