• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে স্বপ্ন রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান

রক্তদানকে উদ্বুদ্ধ করা প্রয়োজন : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

প্রকাশ:  ০১ জুন ২০১৯, ১২:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

স্বপ্ন রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদগঞ্জে দুঃস্থ ও গরীব শিশু এবং নারীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি বলেন, রক্তদান একটি মহৎ কাজ। আমাদের শরীরের এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে পারে। তাই এই কাজে তথা রক্তদানকে উদ্বুদ্ধ করা প্রয়োজন। আমরা ইচ্ছে করলেই তিনমাস পর পর রক্তদান করতে পারি। তাই স্বপ্ন রক্তদান ফাউন্ডেশন আমাদের ছোট ভাইয়েরা মিলে দাঁড় করালেও তারা বড় কাজ করছে। জনপ্রতিনিধি হিসেবে আমি চেষ্টা করবো সর্বদা এই সামাজিক কর্মকা-ের সাথে থেকে সহযোগিতা করার।
ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, চাঁদপুর জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সমাজসেবক আকবর হোসেন মনির, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক আবদুর রউফ, কেন্দ্রীয় সদস্য এমরান হোসেন প্রমুখ। এ সময় সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন শান্তের পরিচালনায় সদস্যদের মধ্যে জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, কার্যকরী সদস্য কামরুল ইসলাম, আনিছুর রহমান তাহছিন, রনি পাটওয়ারী, মেহেদী হাসান হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দুঃস্থ নারী এবং শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সর্বাধিক পঠিত