• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে লঞ্চঘাট থেকে ৬ ছিনতাইকারি আটক

প্রকাশ:  ০১ জুন ২০১৯, ২৩:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে যাত্রীবাহী লঞ্চ  ঘাট থেকে ৬ছিনতাইকারিকে আটক করা হয়েছে। ১ জুন শনিবার দুপুর ২টায় চাঁদপুর মডেল থানা পুলিশ প্রেস বিফিং এর মাধ্যমে এই তথ্য জানান। এর আগে ৩১ মে দুপুরে এবং বিকেলে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাশ্ববর্তি শরিয়তপুর জেলার মোল্লা কান্দি গ্রামের রফিক মোল্লারপুত্র কাউছার (২০), সিরাজুল খালাসির পুত্র সোহেল (১৯), সৈক্ষা গ্রামের হানিফ সর্দারেরপুত্র আব্দুল কুদ্দুস (২৩), গরিবের চর গ্রামের আবুল কাশেমের পুত্র মো. নোমান (১৮)।লঞ্চঘাট থেকে আটকৃতরা হলেন, শহরের যমুনা রোড় এলাকার ফারুক হোসেন ও মোস্তফা হাওলাদার।চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. হারুনুর রশীদ সাংবাদিকদের জানান,

পবিত্র ঈদউপলক্ষে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের প্রচন্ড ভিড় হচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ছিনতাইকারিরা নৌ- লঞ্চ এবং ঘাটে তৎপর রয়েছে।৩১ মে শুক্রবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা এমবি সোনার তরী-৭ লঞ্চে আটকৃত ৪ছিনতাইকারি হৃদয় নামের এক যুবককে ছাদে নিয়ে হাত পা বেঁধে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে অন্যান্য যাত্রীরা পুলিশকে খবর দেয়। পরে থানা এসআই রেজাউল করিম তাদের আটক করে।

এ বিষয়ে ভুক্তভৌগী হৃদয় বাদী হলে মডেল থানায় মামলা দায়ের করেছে।ওসি হারুনুর রশীধ আরও জানান, একই দিনে লঞ্চঘাট থেকে অপর ২ ছিনতাইকারিকে আটক করে মডেল থানার এসআই অরুপ চক্রবর্তী।

 

সর্বাধিক পঠিত