• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রকাশ:  ০২ জুন ২০১৯, ১৬:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস-২০১৯ উদ্যাপিত হয়েছে। দুধ এবং দুগ্ধজাত পণ্যের উপকারিতার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতি বছরই জুন মাসের প্রথম দিনে এ দিবসটি পালিত হচ্ছে।
দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘দুধ খান-শক্তিশালী হউন’। ১ জুন শনিবার চাঁদপুর সদর উপজেলা কমপ্লেক্স সংলগ্ন জেলা প্রাণিসম্পদ অধিদফতরের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসটির সূচনা হয়। চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি জেলা প্রাণিসম্পদ অধিদফতরে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বখতিয়ার উদ্দিন। পরে ‘বাংলাদেশে বেশি দুধগ্রহণের মাধ্যমে পুষ্টি বৃদ্ধিকরণ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় এবং ডেইরি খামারিদের মাঝে ক্যালসিয়ামজাতীয় ওষুধ বিতরণ করা হয়।
সেমিনারের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বখতিয়ার উদ্দিনের সভাপ্রধানে ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুন নবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি সার্জন ডাঃ একেএম সাইফুল ইসলাম, শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র, জেলা ডেইরি খামার অ্যাসোসিয়েশনের সভাপতি শারমিন ইসলাম প্রমুখ।

 

 

সর্বাধিক পঠিত