• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ পুরাণবাজার লোকনাথ মন্দির ও আশ্রমে তিরোধানের মহোৎসব

প্রকাশ:  ০৩ জুন ২০১৯, ১০:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আজ ৩ জুন সোমবার পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রীশ্রী লোকনাথ মন্দির ও আশ্রমে মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৯তম তিরোধান উৎসব ও বিশ্বশান্তিকল্পে মন্দির প্রাঙ্গণে গত ২৮ মে শ্রীমদ্ভাগবত পাঠ, গঙ্গা আবাহন, বর্ণাঢ্য শোভাযাত্রা, বাল্যভোগ, রাজভোগ, মিশ্রিভোগ প্রদান, নিত্যপূজা হরিনাম কীর্তন, প্রসাদ বিতরণসহ ৮ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। আগত ভক্তবৃন্দ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর কৃপা লাভের আশায় মন্দিরে ধূপ, মোমবাতি জ্বালিয়ে পরিবারের সুখ-শান্তি কামনায় প্রার্থনা করেন। তাদের প্রজ্জ্বলিত মোমের আলোয় মন্দির প্রাঙ্গণ প্রজ্জ্বলিত হয়ে উঠে। উপস্থিত ভক্তহৃদয়ে দেখা দেয় ধর্মীয় অনুভূতি। আজ সকাল ৯টায় বাল্যভোগ, সকাল ১০টায় ষোড়শ পূজা, তিরোধান সময় দুপুর ১২টায় পর্যন্ত উপবাস ব্রত পালন, দুপুর ১টায় রাজভোগ, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, রাত সাড়ে ৮টায় বাবার মিশ্রি ও ফল ভোগ নিবেদন। পরদিন ৪ জুন মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে হরিনাম যজ্ঞ সমাপনান্তে কুঞ্জভঙ্গ, হরিনাম সংকীর্তন সহকারে নগর পরিভ্রমণ, দধিভা- ভঙ্গ ও জলকেলী অনুষ্ঠানের মধ্যে দিয়ে হবে ৮ দিনব্যাপী উৎসবের পরিসমাপ্তি। মহোৎসবে সকলের উপস্থিতি ও প্রসাদ গ্রহণের জন্যে বিন¤্র আমন্ত্রণ জানিয়েছেন মন্দির ও আশ্রম কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কার্তিক চন্দ্র সাহা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোঃ রিপন সাহা। অনুষ্ঠান চলাকালীন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আ্যডঃ রণজিত রায় চৌধুরীসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত উৎসবস্থলে ভিড় জমান। তাদের জন্য থাকা ও প্রসাদের ব্যবস্থা ছিল খুবই লক্ষ্যণীয়। এমনকি গরমে স্বস্তি দিতে তাদের জন্য ফ্রিজের ঠা-া জলেরও ব্যবস্থা রাখা হয়। সার্বিকভাবে কর্তৃপক্ষের এ আয়োজন ছিল অত্যন্ত প্রশংসনীয়।